জয়ের ধারা অব্যাহত মেসির মায়ামির
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির আগমনে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। যে দলটা একবছর আগেও থাকত পয়েন্ট টেবিলের তলানীতে, তারাই কি না এখন শীর্ষস্থান ধরে রেখেছে শিরোপার লড়াইয়ে। এবার মন্ট্রিয়েলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে টাটা মার্টিনো শিষ্যরা।
মন্ট্রিয়েলের ঘরের মাঠ সাপুতো স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১১ মে) সন্ধ্যায় ৩-২ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। দলের হয়ে গোল করেন মাতিয়াস রোজাস, লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রেমাশি।
ম্যাচ জিতলেও প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। মেসিকে নিয়ে শুরুতে বেশকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ফ্লোরিডার ক্লাবটি। মায়ামি গোলের দেখা না পেলেওে এগিয়ে যেতে সময় নেয়নি মন্ট্রিয়েল। ম্যাচের ২২তম মিনিটে ব্রাইস ডিউকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি।
তবে, সমতায় ফেরা তো দূরে থাক উল্টো আরও একটি গোল হজম করে বসে টাটা মার্টিনো শিষ্যরা। ম্যাচের ৩২তম মিনিটে অ্যান্থনি ভিলসেন্টের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। অল্প সময়ের মধ্যে দুই গোল হজম করে বেশ ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে মায়ামি। তবে, প্রথমার্ধ শেষ হওয়ার আগে মায়ামিকে উচ্ছ্বাসে ভাসান মাতিয়াস রোজাস। ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে অবিশ্বাস্য একি ফ্রি-কিকে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি ক্লাবটির। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্ণার থেকে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তার গোলে ২-২ সততা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর আরও বেশ কিছু জোরাল আক্রমণ করে মেসিরা। যার ফল পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ৫৯তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুন ফিনিশিং করেন বেঞ্জামিন ক্রেমাশি। এই গোলে অবদান ছিল আর্জেন্টাইন তারকা মেসিরও। এরপর বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। শেষমেশ ৩-২ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।