ফাইনালে অচেনা হায়দরাবাদ, আটকে গেল যে লজ্জার রেকর্ডে
এবারের আইপিএলে ব্যাট হাতে সবচেয়ে দাপুটে দল কোনটি? নিঃসন্দেহে চোখ বন্ধ করে যে কেউই বলে দেবে সানরাইজার্স হায়দরাবাদের নাম। এবারের আইপিএলের সর্বোচ্চ দলীয় সর্বোচ্চটা তাদের,২৮৭ রান! শুধু এবার নয়, যেই স্কোরটি পুরো আইপিএলের ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় স্কোর।
আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানটাও তাদের দখলে। ২৭৭ রানের ওই ইনিংসটিও এবারের আইপিএলেই। তৃতীয় সর্বোচ্চ রান ২৬৬ রানটাও তাদেরই দখলে। সেই দলটিই কিনা ফাইনালে এসে ডুবল সর্বনিম্ন সংগ্রহের লজ্জায়।
গতকাল রোববার (২৬ মে) আইপিএলের ফাইনালে কলকাতার বিপক্ষে মাত্র ১১৩ রানে থমকে যায় হায়দরাবাদ। যেটি আইপিএলের ইতিহাসে ফাইনালে কোনো দলের সবচেয়ে কম সংগ্রহ। দুই নির্ভরযোগ্য ব্যাটার অভিষেক শর্মা ২ এবং ট্রাভিস হেড ০ রানে ফিরলে ধস নামে হায়দরাবাদের ইনিংসে। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল আর হারশিত রানাদের তোপে সেখান থেকে আর ফিরতে পারেনি তারা।
২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫ রানে আউট হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেটা হয়েছিল কলকাতার মাঠে। আর আজ চেন্নাইয়ের মাঠে এমন লজ্জা পেল ড্যানিয়েল ভেট্টোরির শিষ্যরা। ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর করেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
২০১৭ সালের ফাইনালে আগে ব্যাট করে ক্রুনাল পান্ডিয়ার ৩৮ বলে ৪৭ রানের সুবাদে মাত্র ১২৯ রান করতে পেরেছিল মুম্বাই। যদি সেই ম্যাচটা পরে তারা জিতে নেয়। রাইজিং পুনে সুপারজায়ান্টস ১৭ সালের সেই ফাইনালে পরে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছিল ১২৮। আজকের ফাইনালের আগে এই দুটি ছিল আইপিএল ফাইনালের ২য় ও ৩য় সর্বনিম্ন স্কোর।