চলতি সপ্তাহেই মাদ্রিদে আসছেন এমবাপ্পে?
ফ্রান্সের অনুশীলনে রিয়াল মাদ্রিদের জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এ কথা এতক্ষণে সবার জানা। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মাদ্রিদে আসছেন এমবাপ্পে, সেটি নেই এবার সন্দেহটা অনেক কম। এমবাপ্পে নিজিই পিএসজি ছাড়ার কথা জানিয়েছেন। এটিই ছিল ক্লাবটির জার্সিতে তার শেষ মৌসুম।
নতুন গন্তব্য মাদ্রিদ, এমন ইঙ্গিতই চারদিকে। ফুটবল দলবদলের বাজারের বিশ্বস্ত সূত্র হিসেবে ধরা হয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (২ জুন) রোমানো বলেছেন, মাদ্রিদের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এমবাপ্পের। চলতি সপ্তাহেই তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেওয়া হবে।
রোমানো বলেন, ’সব কিছু তৈরি। মাদ্রিদ প্রস্তুত তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে। সব ধরনের আনুষ্ঠানিকতা হয়ে গেছে আরও আগে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দল ফিরে এলেই তাকে স্বাগত জানানো হবে বার্নাব্যুতে।
এদিকে গোল ডটকমের একটি প্রতিবেদন অনুসারে এমবাপ্পে বলেন—‘আমি ভালো থাকতে চাই। প্রথমবার নিজ দেশের বাইরে যাচ্ছি। নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমি অনেক ট্রফি জিততে চাই। নিতে চাই নতুন অভিজ্ঞতা। আমার নতুন ক্লাবে যেতে তর সইছে না।’
নিজ দেশের বাইরে যাওয়া, অনেক শিরোপা জিততে চাওয়া ইঙ্গিত করে মাদ্রিদের প্রতি তার পুরোনো টানের বিষয়টি।