পাকিস্তান বাদ পড়ায় এ কী বললেন হাফিজ!
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপপর্বে বাদ পড়েছে পাকিস্তান। হেরেছে যুক্তরাষ্ট্রের কাছেও। গতবারের রানার্সআপ দলটির এমন অধঃপতন মেনে নিতে পারছেন না দলটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কঠোর সমালোচনা করেছেন তিনি।
পাকিস্তানের বিদায়ের পর আজ শনিবার (১৫ জুন) নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হাফিজ লিখেছেন, ‘কোরবানির পশুরা হাজির হয়েছে।’ পাশে ছাগলের ইমোজি। হ্যাশট্যাগে পাকিস্তান ক্রিকেট। এতে স্পষ্ট হয়, বাবর আজম- রিজওয়ানদের কোরবানির পশুর সঙ্গে তুলনা করেছেন হাফিজ।
একদিন পর কোরবানির ঈদ। এর আগে বিদায় নিশ্চিত হওয়া মানে ঘরে ফেরা নিশ্চিত। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলেই দেশে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে ভারতের বিপক্ষে হারের পর বাবরদের ধুয়ে দিয়েছিলেন সাবেকরা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তান বিশ্বকাপ ডিজার্ভ করে না।
আসরে পাকিস্তানের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল। টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারে কোণঠাসা হয়ে পড়ে দলটি। তৃতীয় ম্যাচে কানাডাকে হারালেও তাদের ভাগ্য ঝুলে থাকে সমীকরণের মারপ্যাঁচে। ‘এ’-গ্রুপে সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্র হারলে এবং শেষ ম্যাচে একই দলকে বাবর আজমরা বড় ব্যবধানে হারালে একটা ক্ষীণ আশা ছিল।
কিন্তু, ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে গতকাল বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের একটি বলও। এমনকি হয়নি টসও। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে কপাল পোড়ে পাকিস্তানের। অন্যদিকে, সুপার এইট নিশ্চিত করে মার্কিনিরা।