ফাইনালে দুই দলের একাদশে যারা
বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের মধ্যে ১৮টিই ছিটকে গেছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন কেবল টিকে আছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। যারা বার্বাডোজে মুখোমুখি হয়েছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে।
আজ শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি কোনো দল।
এই ভেন্যুতে ২৯টি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে টস জয়ী দল ম্যাচ জিতেছে ১৮ বার। টস জিতে ১৩ বার আগে ব্যাটিং নিয়ে জয় পেয়েছে ১০ টি-টোয়েন্টি। অন্যদিকে ১৯ বার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ জিতেছে আটটি, হার ৯ বার।
দুই দলের একাদশ :
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরিজ শামসি।