বাবার কান্না মুছবে কে? মেয়ের প্রশ্নের জবাব দিলেন আনুশকা
দেশকে একটি শিরোপা জিতিয়েই বিদায় জানাতে চেয়েছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। যে কথা সেই কাজ। দেশকে বিশ্বকাপ জিতিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বললেন এই কিংবদন্তি ক্রিকেটার। এমন স্মরণীয় মুহূর্তে কোহলির সঙ্গে পরিবারের সদস্যদের ফোনালাপের সেসব ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভারতের যেকোনো সিরিজ কিংবা বিশ্বমঞ্চে প্রায়শই স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায় কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে। কিন্তু এবারের বিশ্বকাপে তেমনটা দেখা যায়নি। এর পেছনে অবশ্য কারণ রয়েছে। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন আনুশকা। তাই সন্তানদের সঙ্গে ঘরে বসে খেলা দেখাটাকেই বেশি উপযুক্ত বলে মনে করেন আনুশকা।
তাতে কি, উদযাপন তো আর থেমে থাকেনি। ট্রফি জয়ের পরই বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কোহলি। চার বছরের কন্যা ভামিকা আর চার মাসের পুত্র অকায়কে ‘চ্যাম্পিয়ন মেডেল দেখিয়েছেন কোহলি। বিশেষ করে বড় সন্তান ভামিকা তো বলেই বসল—বাবার কান্না মুছবে কে?
বলিউড এই অভিনেত্রী ফেসবুকে লেখেন, `টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়! কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’
কোহলিকে নিয়ে আনুশকার এই পোস্টে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। তারা রেড হার্ট ইমোজি দিয়ে ভরালেন মন্তব্য বাক্স। এর আগে, ২০২৩ সালের বিশ্বকাপেও ভারতের মাঠে খেলা শেষে গ্যালারিতে আনুশকাকে খুঁজেছেন বিরাট। ফাইনালে হেরে আনুশকার কাছেই ছুটে গেছেন সান্ত্বনার খোঁজে।