দেশে ফিরছে বিশ্বজয়ী ভারত, সংবর্ধনা বৃহস্পতিবার
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালের পর ২০২৪, অপেক্ষাটা ১৭ বছরের। গত ২৯ জুলাইয়ের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীর সঙ্গে শিরোপা উদযাপন করার ইচ্ছাতে ভাটা পড়ে। হারিকেন বেরিলের প্রভাবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে (ফাইনালের ভেন্যু) থাকতে হয় গত কদিন।
অবশেষে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়েছে ভারত। রওনা দিয়েছে দেশের উদ্দেশে। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আজ বুধবার (৩ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসবেন রোহিত-কোহলিরা। দেশটির স্থানীয় সময় আগামীকাল সকাল ৬টা ২০ মিনিটে বিমানবন্দরে নামবে টি-টোয়েন্টির বিশ্বসেরারা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ক্রিকেটারদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেরিন ড্রাইভে গণসংবর্ধনার আয়োজন করেছিল বিসিসিআই। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিসিসিআই নিশ্চিত করেছে, এবারও একই জায়গায় সেটি আয়োজন করবে তারা। স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান।
এছাড়া জানা গেছে, ভারতে ফেরার পর নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা আছে। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্মকর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। আজকের ফ্লাইটে সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে।