বাবরদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখবে পিসিবি
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপের গত আসরে পাকিস্তান ছিল রানার্সআপ। এবারের আসরে দলটিকে ঘিরে প্রত্যাশা ছিল ভক্তদের। তবে, হতাশ করেছেন পাকিস্তান। বিদায় নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই। হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও।
পাকিস্তানের বিদায়ে কঠোর সমালোচনা করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। যে সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির কোচ গ্যারি কারস্টেন একটি প্রতিবেদন জমা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে।
পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজে প্রকাশিত প্রতিবেদন মতে– কারস্টেন তার রিপোর্টে দলটির ফিটনেস, শৃঙ্খলা ও খেলার প্রতি নিবেদনের অভাবের মতো বিষয়গুলো তুলে ধরেছেন। বোর্ডের ঊর্ধ্বতনরা সেসব খতিয়ে দেখার পর চূড়ান্ত ব্যবস্থা নেবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসবে পাকিস্তান দলে। বাবর আজমের অধিনায়কত্বও আছে শঙ্কায়। বিশ্বকাপে দলের ব্যর্থতায় বাবরের দায়ও কোনো অংশে কম দেখছে না পিসিবি।
বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে আইসিসির এক প্রতিবেদনে বাবর বলেছিলেন, ‘ব্যাপারটা এমন নয় যে আমরা একজনের কারণে হেরেছি। আমরা দলে হিসেবেই ব্যর্থ। এখানে ১১ জন খেলোয়াড়। সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। যা পালনে ব্যর্থ হয়েছি আমরা। সবমিলিয়ে দলের ১৫ (স্কোয়াড) জনেরই দায় আছে।’