জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন গিল
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগই পায়নি। ভারত এবারের আসরের চ্যাম্পিয়ন। ভারতজুড়ে বিশ্বজয়ের রেশ না কাটতেই জিম্বাবুয়ের মুখোমুখি হয় দলটি। যে ম্যাচে নতুন এক ভারত দল মাঠে নামে। নেতৃত্ব থাকে শুভমান গিলের হাতে। তবে অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষায় ব্যর্থ হন তিনি।
জিম্বাবুয়ের কাছে গতকাল শনিবার (৬ জুলাই) ১৩ রানে হারে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বজয়ীদের থামিয়ে দেয় সিকান্দার রাজার দল। জিম্বাবুয়ের মাটিতে এমন হারের পর অধিনায়ক গিল জানান, দলের সবাই বিবর্ণ ছিল।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদনে শুভমান গিল বলেন, ‘আমার মনে হয় আমরা বোলিংটা ভালো করেছি। কিন্তু,অন্য বিভাগে ভালো করতে পারিনি। মাঠে ছেলেরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি। সবাইকে বিবর্ণ লেগেছে। এটি অবশ্যই হতাশাজনক।’
বিশ্বকাপ দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল সাজিয়েছে ভারত। বলা চলে, এই সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে তারা। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন কেবল তিনজন— সঞ্জু স্যামসন, শিভাম দুবে ও যশস্বী জাইসওয়াল। তবে, প্রথম দুই ম্যাচে তারা খেলবেন না। সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ভারত।