বিশ্বকাপ জেতায় জমি ও সরকারি চাকরি পাচ্ছেন ভারতীয় পেসার
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। আপাতত তেমন কোনো ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা আছেন বিশ্রামে। কেউ কেউ গেছেন নিজ শহরে ছুটি কাটাতে। এবার জানা গেল, বিশ্বকাপ জেতায় ভারতীয় এক পেসার পাচ্ছেন জমি ও সরকারি চাকরি।
বিশ্বকাপ জিতে নিজ শহর হায়দরাবাদে ফিরতেই সাধারণ জনগণ ভালোবাসায় মুড়িয়ে দেয় পেসার মোহাম্মদ সিরাজকে। তাকে দেখতে বিমানবন্দরেও ছিলো ঢল। এরপর হায়দরাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাসভবনে দেখা করতে যান এই তারকা পেসার। সেখানে তাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী।
সিরাজের অবদানের জন্য তাকে ধন্যবাদও জানান। রেবন্ত বলেন, ‘পুরো দেশকে গর্বিত করেছে সিরাজ। আমাদের রাজ্য তেলঙ্গানার কাছেও এটা গর্বের ব্যাপার।’
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, হায়দরাবাদ শহর বা তার আশেপাশের এলাকায় একটি ভাল জমি সরকারের পক্ষ হতে সিরাজকে উপহার দেওয়া হবে। একই সঙ্গে সিরাজ পাবেন একটি সরকারি চাকরিও। এর আগে বিসিসিআই থেকে বোনাস হিসেবে পেয়েছেন আরও ৫ কোটি রুপি।
এবারের বিশ্বকাপে সবগুলো ম্যাচে খেলার সুযোগ না পেলেও বল হাতে খারাপ করেননি সিরাজ। ম্যাচ খেলেছেন চারটি। বাংলাদেশের বিপক্ষে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রান নেন আরও একটি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট না পেলেও করেছেন মিতব্যয়ী বোলিং।