ইউরোর ফাইনালে স্কালোনির সমর্থন পাচ্ছেন যারা
লিওনেল স্কালোনির আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে কোপা আমেরিকার ফাইনালের। তারা যখন মাঠে নামবে, তার পাঁচ ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে আরও একটি ফাইনাল। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরোর ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড মোকবিলা করবে পরস্পরকে।
বাংলাদেশ সময় আজ রোববার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় শুরু হবে ইউরোর ফাইনাল। ম্যাচে কোন দলকে সমর্থন দেবেন সেটি জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইউরোর কোয়ার্টার ফাইনাল চলাকালীনই পছন্দের দলের কথা জানিয়েছিলেন স্কালোনি।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্য স্কালোনি। তার অধীনে ফুটবল কোচিংয়ের কোর্স করেছিলেন মেসিদের বস। নিজের গুরু ফুয়েন্তের দলকেই তাই ইউরোতে সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি জানান, ফুয়েন্তে তার শিক্ষক ছিলেন। স্পেন জিতলে ভালো লাগবে।
স্কালোনি বলেন, ‘ফুটবল কোচিং কোর্সে তিনি (ফুয়েন্তে) আমার শিক্ষক ছিলেন। সঙ্গত কারণেই আমি চাই স্পেন ভালো করুক। লুইস দারুণ একজন মানুষ। তার সঙ্গে আমার কথা হয়। তাকে আমি শুভকামনা জানিয়েছি। তার কোচিংয়ে স্পেন দারুণ করছে। তারা ডিজার্ভ (শিরোপা) করে।’
ফুয়েন্তের শিক্ষা কাজে লাগিয়ে স্কালোনিও নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। তার অধীনে এই আর্জেন্টিনাকে অপ্রতিরোধ্যই বলা চলে। শেষ তিন বছরে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি-মার্টিনেজরা। তারকায় ঠাসা দলটাকে ঠান্ডা মাথায় সামলেছেন স্কালোনি। ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২১ সালে জেতান কোপা আমেরিকা। তার কোচিংয়েই কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ঘোচায় ৩৬ বছর ধরে বিশ্বকাপ না পাওয়ার হাহাকার। এবার স্কালোনির সামনে আরও একটি ফাইনাল।