সুজন-হাথুরুসিংহে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলল বিসিবি
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিতর্কের সঙ্গী হয়েছেন লঙ্কান মাস্টারমাইন্ড চন্ডিকা হাথুরুসিংহে। আগেই শোনা গিয়েছিল দেশের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ভালো না তার। আর এবার বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে খেলতে গিয়ে মাত্র দুটি ম্যাচ জিতে দেশে ফেরে সাকিবরা। এমন ভরাডুবির পর তদন্ত কমিটি গঠন করা হয়। যেখানে খেলোয়াড়দের ব্যর্থতার পাশাপাশি উঠে আসে তৎকালীন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বন্দ্ব। এই বিষয়ে এবার মুখ খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
গতকাল বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের সময় আমরা দলের মধ্যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি আশা করি না। আমরা দলের ড্রেসিংরুমকে স্বাস্থ্যকর দেখতে চাই। এরকম কিছু হয়েছে, আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না।’
জালাল আরও যোগ করেন, ‘হাথুরু-সুজনের মধ্যে আগে কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কী হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে। আমরা এটা আশা করি না। আমরা স্বাস্থ্যকর সম্পর্ক চাই। আমার মনে হয় কোচ হিসেবে হাথুরুসিংহের পরিকল্পনা, প্রোগ্রাম ভালো। হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। সেটা নিয়ে বিভেদ চাই না। আশা করি ভবিষ্যতে আমরা স্বাস্থ্যকর পরিবেশ পাব।’