স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম : রুবেল
কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। স্বৈরাচার শেখ হাসিনার পতন চেয়ে করা এক দফা দাবিতে একাত্ম হয় গোটা বাংলাদেশ। প্রবল গণ আন্দোলনে গতকাল সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা। পতন ঘটে সরকারের। বাংলার মানুষ পায় নতুন স্বাধীনতার দেখা।
এমন দিনে ক্রিকেটার রুবেল হোসেনের আনন্দ দ্বিগুণ হয়। কন্যা সন্তানের বাবা হন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে স্বাধীনতা ও বাবা হওয়ার আনন্দ ভাগাভাগি করেন এই পেসার। তিনি লেখেন, ’আলহামদুলিল্লাহ। আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’শেষে দোয়া চাওয়া ইমোজি দিয়েছেন।
এর আগে এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছিলেন রুবেল। গত ১৮ জুলাই প্রবল হানাহানির পর সমাধান চেয়ে পোস্ট করেন রুবেল। সেই সময় আকুতি জানান, যেন দেশ ভালো থাকে।
রুবেল লিখেছিলেন, ‘দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমি চাই না আর কোন মায়ের কোল খালি হোক। আর কোনো তরুণ রক্তাক্ত হোক। মনে রাখতে হবে এই তরুণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আমি চাই অতি দ্রুত এর সমাধান হোক। ভালো থাকুক আমার দেশ , ভালো থাকুক আমার দেশের প্রিয় মানুষ।’