গভীর রাতে কেন সব গেট খুলে দিল, প্রশ্ন রুবেলের
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। বন্যার পানিতে এরইমধ্যে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লার মতো বেশকিছু জেলার অনেকাংশ। এমন দুঃসময়ে এমন অবস্থায় সারাদেশের সব শ্রেণিপেশার মানুষের মতোই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অসহায়ত্বের কথা স্বীকার করেছেন ক্রিকেটার রুবেল হোসেন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, ‘এত পানি কোথা থেকে এলো , কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না ?’
শুধু রুবেল নন এর আগে ক্রিকেটার নুরুল হাসান সোহান ও তাওহিদ হৃদয়রাও স্ট্যাটাস দিয়ে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা। সোহান বলেন, ‘এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’
হৃদয় লেখেন, ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে, আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’