শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল
পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে অনিশ্চিত পেসার রুবেল হোসেন। রুবেল সিরিজে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর ওপরই ছেড়ে দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।
এ ব্যাপারে বিসিবর চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ডে থাকাকালীন তাঁর কিছু সমস্যা হয়েছিল। এখন তাঁর কোনো ব্যথা নেই। তবে ম্যাচ ফিটনেসের বিষয়টি রুবেলকেই বুঝতে হবে। আমরা এই মুহূর্তে কোনো ব্যাথা খুঁজে পাইনি।’
বিসিবির চিকিৎসক আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেললে খেলোয়াড়দের কিছু ইনজুরি থাকেই। তাই রুবেলকে নিশ্চিত করতে হবে, সে ম্যাচ খেলার জন্য ফিট কি না। কয়েকবার স্ক্যান করা হয়েছে রুবেলের। স্ক্যানে তাঁর নীচের অংশে কিছুটা সমস্যা দেখা গেছে। সাধারণত দীর্ঘমেয়াদে বোলিং করার কারণে এমন সমস্যা হয়। এই সমস্যা পরে বাড়তে থাকে। শুধু রুবেল নয়, আমাদের অনেক পেসারই এই সমস্যায় ভুগছেন।’
রুবেলকে দলে নেওয়ার ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। নির্বাচকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। টিম ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করলে আমরা আপডেট জানাব।’
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম সেরা অস্ত্র রুবেল। তাঁর হাতধরে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। ২৫ ও ২৮ মে বাকি দুটি ওয়ানডে খেলবে তারা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।
সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।