ইসলামাবাদে পৌঁছেছেন মুমিনুল-মুশফিকরা
দেশজুড়ে সাম্প্রতিক অস্থিরতার কারণে তিনদিন পিছিয়ে দেওয়া হয় বাংলাদেশ ‘এ’দলের পাকিস্তান সিরিজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গতকাল শুক্রবার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে নিরাপদেই পাকিস্তানের ইসলামাবাদ শহরে গিয়ে পৌঁছেছেন মুমিনুলরা।
আজ শনিবার (১০ আগস্ট) সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন ‘এ’ দলের ক্রিকেটাররা। আজ তাদের নিরাপদে দেশটিতে পৌঁছানোর খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মধ্যে এই সিরিজকে নিয়ে নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুসারে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বিজয়-হৃদয়দের। পাকিস্তান পৌঁছে দুইদিনের অনুশীলন শেষে আগামী ১৩ আগস্ট প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবেন মুশফিকরা।
সিরিজটি প্রথমে ১০ আগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুসারে ১০ থেকে পিছিয়ে নতুন সূচিতে সেটি শুরু হবে ১৩ অগাস্ট। একইভাবে পরের ম্যাচগুলোও তিন দিন করে পিছিয়ে গেল।
ফলে দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ২০ আগাস্ট। আর এক দিনের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগাস্ট। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।
এদিকে, মানসিক বিষণ্ণতার কারণে এই সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত চোটের পাশাপাশি বিশ্বকাপ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে না পারায় এমন সিদ্ধান্ত নেন তারা।
‘এ’ দলের এই সফরের মাঝেই পাকিস্তানে দুটি টেস্ট খেলবে জাতীয় দলের ক্রিকেটাররাও। আগামী ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।