যেখানে রোহিত-কোহলিকে পেছনে ফেললেন বাবর
ভারত-পাকিস্তানের বৈরিতা যেমন চিরায়ত, আধুনিক ক্রিকেটে তেমনি জমে উঠেছে বাবর আজম-বিরাট কোহলি-রোহিত শর্মাদের লড়াই। কেউ কারও চেয়ে কম যান না। এই তারকাদের মূল লড়াই নিজেদের সঙ্গেই। নিজেদের ছাড়িয়ে যাওয়ার এই প্রতিযোগিতায় কখনও সফল হন, কখনও ব্যর্থ। যার প্রতিফলন দেখা যায় র্যাঙ্কিংয়েও।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ বুধবার (১৪ আগস্ট) প্রকাশ করেছে র্যাঙ্কিং। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি আগে থেকেই সবার ওপরে ছিলেন। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলেন বাবর।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়ানডেতে ভারতের অধিনায়ক রোহিত। এক ধাপ এগিয়ে তিন থেকে দুইয়ে এলেন তিনি। হিটম্যান-খ্যাত এই তারকার রেটিং পয়েন্ট ৭৬৫। রোহিতকে জায়গা ছেড়ে তিনে নেমেছেন আরেক ভারতীয় শুভমান গিল। তরুণ তারকার রেটিং পয়েন্ট ৭৬৩।
৭৪৬ রেটিং নিয়ে তালিকার চতুর্থ নামটি বিরাট কোহলির। দুই সতীর্থ রোহিত-গিলের মতো তার অবস্থানে নড়চড় হয়নি। তিনি আগেও ছিলেন চতুর্থ স্থানেই। সেরা পাঁচের পঞ্চম নামটি হ্যারি টেক্টরের। কোহলির সমান ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তারকা আছেন পাঁচ নম্বরে। তার উন্নতি হয়েছে এক ধাপ।
র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ নেই কোনো বাংলাদেশি। ২৬ নম্বরে মুশফিকুর রহিম, ৪০-এ নাজমুল হোসেন শান্ত এবং ৪৯ নম্বরে আছেন সাকিব আল হাসান। প্রত্যেকের অবস্থান অপরিবর্তিত।