বাবরের উইকেট নিয়ে স্বপ্ন পূরণ করতে চান শরিফুল
লাহোরে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ২১ আগস্টের ম্যাচকে সামনে রেখে পুরোদমে চলছে প্রস্তুতি। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় কমতি নেই শরিফুল-শান্তদের। অনুশীলন শেষে আজ শুক্রবার (১৬ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশি এই পেসারের সময়টা কাটছে দুর্দান্ত। গত এক বছরে জাতীয় দলে ভরসার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন। স্পিন বলয় থেকে বের হয়ে বাংলাদেশের পেস আক্রমণকে শক্তিশালী ও সমীহ জাগানিয়া করার পেছনে বড় অবদান শরিফুলের। সব বোলারেরই স্বপ্ন থাকে কোনো তারকার উইকেট নেবেন। শরিফুলও জানালেন সেই স্বপ্নের কথা।
সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘আমি বাবর ভাইয়ের (বাবর আজম) উইকেট নিতে চাই। এটি আমার একটি স্বপ্ন। তিনি অনেক বড় মাপের একজন ব্যাটার। তার উইকেট নেওয়াটা হবে স্বপ্নের মতো।’
পাকিস্তানের তুলনামূলক গরম আবহাওয়ার কষ্ট হচ্ছে কি না প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘এটা সত্যি, এখানে গরম একটু বেশি। তবে, আমরা মানিয়ে নিচ্ছি একটু একটু করে। সবাই পরিশ্রম করছে। ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।’
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পুরোদমে চলছে বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে সবাইকে। বোলিংয়ে বেশ ভালো নজর দিচ্ছে বাংলাদেশ, ব্যাটাররাও আরেক প্রান্তে প্রস্তুত হচ্ছেন। যা দলের জন্য বেশ ইতিবাচক।