আইপিএলে নতুন দলের কোচ হলেন পন্টিং
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/18/ponting-bcci_0.jpg)
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রিকি পন্টিংয়ের দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন হলো। আইপিএলের দলটির মেন্টর, কোচ—একাধিক ভূমিকায় দায়িত্বে ছিলেন পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তির নতুন ঠিকানা পাঞ্জাব কিংস। ২০২৫ মৌসুমে পাঞ্জাব কোচের দায়িত্ব পালন করবেন এই অসি কিংবদন্তি।
ইএসপিএনক্রিকইনফোতে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন মতে, পাঞ্জাবের সঙ্গে কয়েক বছরের জন্য চুক্তি করেছেন পন্টিং। পাঞ্জাবের মালিকানায় বিখ্যাত বলিউড হিরোইন প্রীতি জিনতা ছাড়াও আছেন আরও কয়েকজন। তারা মিলে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, কত বছরের জন্য পন্টিংকে চুক্তিবদ্ধ করা হবে।
আইপিএলের শুরুর আসর থেকেই টুর্নামেন্টটির সঙ্গে আছেন পন্টিং। কিংস ইলেভেন পাঞ্জাব নামে যখন অংশ নিত আজকের পাঞ্জাব কিংস, সে সময় ক্লাবটির সঙ্গে ছিলেন পন্টিং। আবারও যোগ দিলেন নতুন আঙ্গিকে।
পন্টিং খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৩ সালে খেলা ছাড়ার পর শুরু করেন আইপিএলে নিজের অন্য ভূমিকা। ২০১৮ সালে দায়িত্ব নেন দিল্লি ক্যাপিটালসের কোচিংয়ের। এরই ধারাবাহিকতায় যুক্ত হলেন পাঞ্জাব কিংসের সঙ্গে।