চ্যাম্পিয়ন্স লিগ : বার্সা-ডর্টমুন্ডের গোল উৎসব, সিটির বড় জয়
হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা বার্সেলোনা পেল মৌসুমে প্রথম জয়ের দেখা। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২ অক্টোবর) ইয়ং বয়েজকে গোলবন্যায় ভাসায় বার্সা। ৫-০ গোলের বড় জয়ে কাটিয়ে ওঠে মোনাকোর কাছে হারের হতাশা।
ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই মাঠে নামে বার্সা। ম্যাচের মাত্র আট মিনিটে দলকে এগিয়ে নিয়ে সেটি প্রমাণ করেন রবার্ট লেভানডস্কি। শুরুতে এগিয়ে যাওয়া বার্সা দ্বিতীয় গোলের দেখা পায় ৩৪ মিনিটে। এবার লক্ষ্যভেদ করেন রাফিনহা। মাত্র তিন মিনিট পরে ফের ইয়ং বয়েজের জালে বল পাঠায় কাতালানরা। দলের পক্ষে তৃতীয় গোল করেন মার্টিনেজ।
তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পরপর হ্যানসি ফ্লিকের শিষ্যরা আবারও গোল আনন্দে মাতে। দলের পক্ষে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন লেভানডস্কি। এরপর লম্বা সময় কোনো গোল পায়নি বার্সা। ৮১ মিনিটে ইয়ং বয়েজের কামারা আত্মঘাতী গোল করলে ব্যবধান হয় ৫-০। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ম্যাচজয়ী ফলাফল।
বার্সেলোনার পাশাপাশি জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড ও আর্সেনাল। সিটি ৪-০ গোলে ব্রাতিস্লাভাকে, ডর্টমুন্ড ৭-১ গোলের বিশাল ব্যবধানে সেল্টিককে, আর্সেনাল ২-০ গোলে পিএসজিকে এবং ইন্টার ৪-০ গোলে ক্রাভেনাকে হারায়। তবে, বড় দলের মধ্যে হোঁচট খেয়েছে এসি মিলান। সাতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি বায়ার লেভারকুজেনের কাছে হার মানে ১-০ গোলে।