ব্যালন ডি অ’র
এক নজরে দেখে নিন কার হাতে কোন পুরস্কার
শেষ হলো ব্যালন ডি’অরের ৬৮তম আসর। ব্যালন ডি’অর দেওয়া হয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত শিরোপার সবচেয়ে বড় আকর্ষণ বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার। এর বাইরেও আছে একাধিক বিভাগ। বর্ষসেরা উদীয়মান তারকা, সেরা কোচ, ক্লাবসহ মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হয় সেরার সম্মাননা।
প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ২০২৩-২৪ মৌসুমের সেরাদের সম্মানিত করা হয়। প্রথমবারের মতো বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রদ্রি। নারীদের মধ্যে অবশ্য শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আইতানা বনমাতি।
এ ছাড়া, বাকি কোন ক্যাটাগরিতে কে বা কারা সেরা হয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে...
বর্ষসেরা পুরুষ ফুটবলার (ব্যালন ডি’অর জয়ী) : রদ্রিগো হার্নান্দেজ রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা নারী ফুটবলার (ব্যালন ডি’অর জয়ী) : আইতানা বনমাতি (স্পেন, বার্সেলোনা)
বর্ষসেরা উদীয়মান তারকা (কোপা অ্যাওয়ার্ড) : লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
বর্ষসেরা গোলরক্ষক (ইয়াসিন অ্যাওয়ার্ড) : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
বর্ষসেরা স্ট্রাইকার (গার্ড মুলার অ্যাওয়ার্ড) : হ্যারি কেইন/কিলিয়ান এমবাপ্পে
বর্ষসেরা পুরুষ ক্লাব : রিয়াল মাদ্রিদ
বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা
বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস (চেলসি)
সক্রেটিস অ্যাওয়ার্ড (ফেয়ার প্লে) : জেনিফার হারমোসো (স্পেন)