চট্টগ্রাম টেস্ট
বল হাতে বিবর্ণ শুরু বাংলাদেশের
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চেয়েছিলেন ব্যাটিং নিতে। টস জিতলে ব্যাটিং নিতেন, তা অকপটে বলেছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই পিচে প্রথম সকালে ব্যাটিংটা তুলনামূলক সহজ। যার মানে দাঁড়ায়, বোলারদের জন্য উইকেট তোলা কঠিন। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে বেশ ভালো পরীক্ষায় ফেলেছেন প্রোটিয়া ওপেনাররা। দুই ওপেনার টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম মিলে পার করেছেন ১০ ওভার, কোনো ঝুঁকি ছাড়াই। ইতোমধ্যে তিন বোলারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে, উইকেটের দেখা নেই। ওপেনিং জুটিতে সফরকারীরা পার করেছে ৫০ রানের ঘর।
একাদশে নেই লিটন, অঙ্কনের অভিষেক
বাংলাদেশ দলের অন্যতম ভরসা লিটন দাস। তবে, সম্প্রতি ব্যাট হাতে সেই আশার প্রতিদান দিতে পারছেন না লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের হারের পেছনে বড় দায় ব্যাটারদের। যে দায় এড়াতে পারেন না লিটনও। তবে, দায়মুক্তির সুযোগ তিনি পাচ্ছেন না। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের একাদশেই নেই তিনি। একাদশে বাংলাদেশ এনেছে তিন পরিবর্তন। চোটের কারণে আগেই ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার জায়গায় স্কোয়াডে জায়গা পান মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডে ডাক পেয়েই একাদশে সুযোগ পেলেন এই ব্যাটার। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে অঙ্কনের।
এই ম্যাচে বাংলাদেশের তৃতীয় পরিবর্তন বোলিংয়ে। চট্টগ্রাম নাঈম হাসানের ঘরের মাঠ হলেও একাদশে সুযোগ পাননি তিনি। এই স্পিনারের পরিবর্তে একজন বাড়তি পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাহিদ রানা।
চট্টগ্রাম টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ।
টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘উইকেট দেখে মনে হয়েছে আগে ব্যাটিং করাটা ভালো। প্রথম টেস্টের জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমিও চেয়েছিলাম আগে ব্যাটিং নিতে। দলের সবার মানসিক অবস্থা ভালো। আমরা ব্যাটিং পাইনি, এখন নতুন বলে বোলিংটা ভালো করতে হবে। পরবর্তীতে ব্যাটিংয়ের সময় টপঅর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এ ধরণের উইকেটে রান করার বিকল্প নেই।’