ঐতিহাসিক ছবি শেয়ার করে বাবাকে স্মরণ করলেন জাকের
দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। জ্যামাইকার কিংস্টনেই প্রথমবার ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শেষ জয়টিও এলো এই মাঠে। মাঝে ২০০৯ এর ঐতিহাসিক সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের জয়ের ভেন্যু সেন্ট জর্জিয়া। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের তিন জয়ের মধ্যে শেষটির মাহাত্ম্য বেশি।
টানা পাঁচ টেস্টে হার রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিংস্টনে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দারুণ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিল গোটা দল। বিশেষত জাকের আলী অনিকের ৯১ রান বাংলাদেশকে এনে দেয় লড়াকু পুঁজি। যাতে ভর দিয়ে বাকি কাজ সারেন বোলাররা।
ম্যাচ শেষে বাবাকে স্মরণ করেন জয়ের অন্যতম নায়ক জাকের। সঙ্গে স্মৃতিচারণ করেন ২০০৯ এর সেই সিরিজের। ছোট্ট জাকের রাত জেগে দেখেছিলেন ম্যাচগুলো, সাক্ষী হয়েছিলেন বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের। যে সিরিজের সঙ্গে জড়িয়ে আছেন তার বাবা।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্ট শেয়ার করে সেই স্মৃতিও স্মরণ করলেন জাকের। ১৫ বছর আগের স্মৃতি স্মরণ করে জাকের লিখেছেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনাই। সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু, কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখত।’
শেষে ক্যারিবীয়দের মাটিতে ইতিহাস গড়া জয়টি নিজের বাবাগে উৎসর্গ করেছেন জাকের।