বিগ ব্যাশের পর্দা উঠছে আজ
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ছড়াছড়ি চারদিকে। দেশে দেশে আছে এর কদর। আন্তর্জাতিকভাবে সাফল্য ও জনপ্রিয়তার হিসাব করলে এদের মধ্যে আইপিএলের পরেই আছে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। আইপিএলের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় আসর বিবিএল। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১৪তম আসরের পর্দা উঠছে আজ (১৫ ডিসেম্বর)।
আট দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে—অ্যাডিলেড স্ট্রাইকার্স, ব্রিসবেন হিট, মেলবোর্ন রেনেগেডস, সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার, মেলবোর্ন স্টার্স, হোবার্ট হারিকেন্স ও পার্থ স্কর্চার্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিসবেন হিট।
১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পার্থ স্কর্চার্স। প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্স। পার্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ২টায়। টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষ হবে ২০২৫ সালের ১৯ জানুয়ারি।
পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে প্লে-অফে। প্রথমে কোয়ালিফায়ার, এরপর নকআউট। দ্বিতীয় কোয়ালিফায়ার বা চ্যালেঞ্জার ম্যাচ শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ এর ২৭ জানুয়ারি।