৪২৩ রানের জয়ে সাউদির বিদায়ী ম্যাচ রাঙাল নিউজিল্যান্ড
ম্যাচের নিয়ন্ত্রণ আগেই নিজেদের দখলে নিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। জয়ের উৎসব রাঙাতে স্রেফ সময়ের অপেক্ষা ছিল। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন চলে এলো সেই মুহূর্ত। ইংল্যান্ডকে গুঁড়িয়ে নিউজিল্যান্ড পেয়ে গেল বিশাল জয়ের দেখা। ৪২৩ রানের রেকর্ড জয়ে টিম সাউদির বিদায়ী ম্যাচ রাঙাল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
ইংলিশদের বিপক্ষে এই টেস্ট দিয়েই টেস্টে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন টিম সাউদি। নিজের অভিষেক ম্যাচে এই ইংল্যান্ডের বিপক্ষেই ৫ উইকেট নিয়ে শুরু করেছিলেন সাউদি। আজ মঙ্গলবার শেষটা করলেন ২ উইকেট দিয়ে।
টিম সাউদির এই বিদায়ী দিনে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৪২৩ রানে। যেটা রানের হিসেবে যৌথভাবে কিউইদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল ৪২৩ রানের আরেকটি জয় ছিল। এতদিন এককভাবে এটিই সেরা ছিল। এবার যোগ হলো আরেকটি। রানের হিসেবে ইংলিশদের বিপক্ষে আগের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯ রানের।
এর আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ম্যাচে কিউইদের জয়ে সিরিজ শেষ হলো ইংলিশদের ২-১ ব্যবধানের জয়ে।
হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৪৭ রান তোলে নিউজিল্যান্ড। বিপরীতে ম্যাট হেনরির দারুণ বোলিংয়ে ১৪৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। বড় লিড নিয়ে ব্যাট করতে নেমে কিউইরা আরও বড় ইনিংস গড়ে। কেইন উইলিয়ামসনের দেড়শ ছাড়ানো ইনিংসে ভর করে এবার তাদের পুঁজি দাঁড়ায় ৪৫৩ রানে। ব্যাট হাতে ১৫৬ রান করেন কেইন।
কিউইদের বিশাল পুঁজিতে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৬৫৮ রানের। যে লক্ষ্য টপকানো তো দূরে ধারেকাছেও যেতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস। ফলে ৪২৩ রানের বিশাল জয় নিয়ে এই টেস্ট শেষ করল নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৪৭
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৪৩
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৪৫৩
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৬৫৮, আগের দিন ১৮/২) ৪৭.২ ওভারে ২৩৪ (বেথেল ৭৬, রুট ৫৪, ব্রুক ১, পোপ ১৭, অ্যাটকিনসন ৪৩, কার্স ১১, পটস ০, বাশির ০*, স্টোকস আহত অনুপস্থিত; হেনরি ১৩-১-৬২-২, সাউদি ৮-১-৩৪-২, ও’রোক ১২-৫-৩৭-১, স্যান্টনার ১৪.২-১-৮৫-৪)।
ফল: নিউ জিল্যান্ড ৪২৩ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।