এখনও প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা
৯ ম্যাচে মাত্র ২ জয়—দলের এমন পরিস্থিতিতেও প্লে-অফে খেলার স্বপ্ন দেখছে বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে বেশ আলোড়ন তোলা দলটি, মাঠের খেলায় আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। প্রথম ৬ ম্যাচেই হার। সপ্তম ম্যাচে জয়ে ফেরে দলটি। এমতবস্থায় পরের তিন ম্যাচ জিততে পারলে প্লে-অফের দুয়ার খুলে যেতেও পারে, বলছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) প্লে-অফ প্রসঙ্গে পেরেরা বলেন, ‘আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।’
পেরেরা আরও যোগ করেন, আমরা যদি এভাবে খেলতে থাকি..এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে। ‘
ম্যাচ প্রসঙ্গে পেরেরা বলেন, ‘ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।’