বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু
রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। যেখানে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা ইফতেখার আহমেদ মিঠু।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সেই সঙ্গে তাকে আম্পায়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও রাখা হয়েছে। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিজে। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন ১১টি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন। এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি।