১৬তম সদস্য হিসেবে বাংলাদেশকে লিটনের বার্তা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/471594428_1137893107707207_7588310935767072934_n_1.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন কুমার দাস। তাকে ছাড়াই উড়াল দিয়েছে বাংলাদেশ। ছন্দহীনতায় দলে না থাকা লিটন অবশ্য ভোলেননি সতীর্থদের শুভকামনা জানাতে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দলের সদস্যরা। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রতি বার্তা দিয়েছেন লিটন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ যাওয়া চমৎকার দলটির প্রতি শুভকামনা। আমি বিশ্বাস করি, এই দলটি এমন সম্মানজনক টুর্নামেন্টে তাদের সেরাটা দেবে। বিশ্বকে দেখিয়ে দাও, বাঘেরা কীভাবে খেলে। আমি স্কোয়াডের অংশ হতে পারিনি। কিন্তু, দলের একজন বড় সমর্থক হিসেবে থাকব। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য আমি উল্লাস করব। তোমাদের ১৬তম সদস্য হিসেবে অন্য ভূমিকায় আমি আছি।’
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে, দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল, পেসার নাহিদ রানা জানালেন, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।