নকআউটের সুপার ম্যাচে মুখোমুখি দুই মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজা রিয়াল মাদ্রিদ। সেই ক্লাবটিই কি না এবার নক আউট পর্বে এসেছে প্লে-অফ খেলে! প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে পাত্তা না দিয়ে বিদায় করেছে রিয়াল। উঠে এসেছে শেষ ষোলোতে। শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রিয়াল মাদ্রিদের এটি হতে চলেছে ৫০০তম ম্যাচ! ৫৫ মৌসুম ধরে খেলছে ক্লাবটি। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা একমাত্র দল হিসেবে খেলছে ৫০০ ম্যাচ। এমন কীর্তিগড়া ম্যাচে মাঠে নামার আগে ফর্ম ও পরিসংখ্যান কথা বলছে লস ব্লাংকোদের হয়েই।
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে সর্বশেষ ৫ দেখার প্রতিটি জিতেছে রিয়াল মাদ্রিদ। যাতে ছিল দুটি ফাইনাল ম্যাচও। নক আউটে রিয়ালের পরিসংখ্যান যদি আরও বিস্তৃত করা হয়, চোখ কপালে উঠবে সবার। মেষ ১৭ ম্যাচে হার কেবল একটিতে। জিতেছে ১১ ম্যাচ, ৫টি ড্র।
এই ম্যাচে কার্লো আনচেলত্তির শিষ্যরা এগিয়ে থাকবে আরেকটি জায়গায়। খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। যে মাঠ প্রতিপক্ষের জন্য অনেকটা নরক হয়ে উঠেছে, বিশেষত চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজে। পাল্লা তাই এমবাপ্পে-ভিনিদের পক্ষেই ভারী থাকবে। তবে, অ্যাতলেটিকো পাশার দান উল্টে দেওয়ার ক্ষমতা রাখে, সেটি কারও অজানা নয়।
এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ আছে আরও ৩টি ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ড খেলবে লিলের সঙ্গে। আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি আইন্দহোভেন। ক্লাব ব্রাগার মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা।