রান তাড়ায় ভারতের দারুণ শুরু

দুবাইয়ের পিচে আড়াই শ রানকে চ্যালেঞ্জিং বলা চলে। তবে, রান তাড়ায় যখন ভারত, সেটি অনেকটাই কম হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। বরাবরের মতোই অধিনায়ক রোহিত শর্মা শুরুটা করেছেন দ্রুতগতিতে। শুভমান গিলকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ভারতকে এনে দিয়েছেন শুভসূচনা। প্রথম ৬ ওভার শেষে ব্লু আর্মিরা রান তুলেছে ওভারপ্রতি ৬-এর বেশি রানরেটে।
শিরোপার মুকুট পরতে ভারতের সামনে লক্ষ্য ২৫২
শিরোপা মঞ্চে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ২৫১ রান জমা করেছে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেরিল মিচেল। ১০১ বলে তার ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।
ভারতের হয়ে বল হাতে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন বারুন চক্রবর্তী। ৪০ রানের বিনিময়ে কুলদীপ যাদবের শিকারও ২টি। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।