কোন মন্ত্রে সেরাদের সেরা ভারত, জানালেন রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলেছে ভারত। ২০১৩ সালে শিরোপা জেতার পর ২০১৭ সালে পাকিস্তানের কাছে শ্রেষ্ঠত্ব হারায় তারা। ৮ বছর পর আবারও নতুন আসরে সেরাদের সেরার তকমা নিজেদের করে নিয়েছে ভারত। এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
ভারতের শিরোপা জয়ের পেছনে অনবদ্য ভূমিকা রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতেই এনে দেন দুরন্ত শুরু। রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারানো ফাইনালে খেলেছেন আরও অসাধারণ ইনিংস। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করা রোহিতের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কারও। একই ম্যাচে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে আড়াই হাজার রান স্পর্শ করেন রোহিত।
পুরস্কার নিতে এসে ভারত অধিনায়ক জানালেন, কোন মন্ত্র তাদের সেরাদের সেরা বানিয়েছে। মূলত, দলগত সাফল্যকেই প্রাধান্য দিলেন তিনি। গোটা আসরে ভারত একাতবদ্ধ হয়ে খেলাতেই এসেছে চূড়ান্ত শ্রেষ্ঠত্ব, এমনটি মনে করেন রোহিত।
ম্যাচসেরার পুরস্কার হাতে বলেন, ‘এটি চমৎকার এক অনুভূতি। টুর্নামেন্টে দারুণ খেলেছি। এভাবেই আমরা জিততে চেয়েছিলাম। ছেলেরা ভিন্নতা এনেছে নিজেদের মধ্যে। সবার ওপর আস্থা ছিল। দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে। নিজের কাছে আমি স্বচ্ছ ছিলাম। সবাইকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ছিল। এটি বেশ কাজে দিয়েছে। এই ব্যাপারটি দুর্দান্ত।’