ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ক্রিকেটার শরিফুলের পোস্ট

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান হামলার বিরুদ্ধে সোচ্চার হলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার শরিফুল ইসলাম।
আজ বুধবার (১৯ মার্চ) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই সহিংসতাকে মানবতার জন্য "একটি কালো অধ্যায়" বলে উল্লেখ করেন।
শরিফুল তার পোস্টে বলেন, ফিলিস্তিনে চলমান সহিংসতা এবং ইসরায়েলের হামলা মানবতার জন্য একটি কালো অধ্যায়। ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ শিশুরা। তাদের কান্না আমাদের সবার হৃদয়ে বাজে। নিরীহ মানুষ, শিশু ও পরিবারগুলোর দুর্ভোগ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। আমরা বিশ্ব নেতাদের এই সংকটে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাই। ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন

উল্লেখ্য, ১৫ মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৮ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।