ঈদের আগে বাড়ি ফিরবেন তামিম?

মৃত্যুর দুয়ার থেকে ফিরে তুলনামূলক দ্রুতই সেরে উঠছেন তামিম ইকবাল। আগের চেয়ে ভালো আছেন, স্বস্তি দেয় এই খবর। তিনি এখন শঙ্কামুক্ত। সিসিইউ থেকে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) আনা হবে কেবিনে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তামিমের অবস্থার সর্বশেষ জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে আরিফ আজ বলেন, ‘তামিম এখন ভালো আছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানে ২/১ দিন পর্যবেক্ষণে রাখা হবে। আমরা আশা করছি, ঈদের আগে তিনি বাসায় ফিরতে পারবেন।’
উন্নত চিকিৎসার জন্য দেশসেরা ওপেনার তামিম কবে দেশের বাইরে যাবেন, তা নির্ভর করে পরিবারের সিদ্ধান্তের ওপর। চিকিৎসা অবশ্য যা হওয়ার, তা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও তামিমের চাচা আকরাম খান। তার মতে, বিদেশে নেওয়া হবে যেন কোনো দুশ্চিন্তা না থাকে সেজন্য।
মিরপুরে গতকাল গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। যেভাবে আছে, যদি আরও ২/৩ দিন থাকে, তাহলে আমরা তাকে বাসায় নিয়ে আসতে পারব। তার চিকিৎসা যা হওয়ার হচ্ছে। তবে, পরিবারের সিদ্ধান্তের পর আমরা যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাব। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাচ্ছি আমরা।’