কেন ২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন মুলার?

বায়ার্ন মিউনিখের ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন থমাস মুলার। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত জার্মান বুন্দেসলিগার সেরা ক্লাবটিতে করেছেন সদম্ভ বিচরণ। মুলার কখনও ভাবেননি বায়ার্ন ছাড়ার কথা, তাকে ছাড়ার কথা কল্পনাতে আনেনি ক্লাবটিও। তবে, সবকিছুর একটা শেষ আছে। থামতে হয় একদিন। বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ হতে চলেছে মুলারেরও। খবরটি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।
দীর্ঘ ২৫ বছর যে ক্লাবে ছিলেন, আগামী মৌসুম থেকে তাকে সেখানে দেখা যাবে না। বায়ার্নের বিখ্যাত খয়েরি-লাল জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছে মুলার। মূলত, ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের ব্যাপারে কোনো প্রস্তাব না পাওয়ায় ২৫ বছর পর বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছেন তারকা এই মিডফিল্ডার। বুন্দেসলিগার জায়ান্টদের সঙ্গে চলতি মৌসুমের পর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মুলারের।
৩৫ বছর বয়সী মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘সিদ্ধান্ত ক্লাবের পক্ষ থেকেই এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে চুক্তির বিষয়টি নিয়ে যা হয়েছে, তা মোটেই স্বস্তিদায়ক ছিল না। তবে, ক্লাব ও এর চমৎকার সমর্থকদের সঙ্গে যে যোগাযোগ তৈরি হয়েছে তা চির স্মরণীয় হয়ে থাকবে।’
২০০০ সালে বায়ার্নের যুব দলে যোগ দেন মুলার। এরপর একে একে প্রতিটি ধাপ পার হয়ে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন। ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১২টি বুন্দেসলিগার শিরোপা।
বায়ার্নের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মুলারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে মুলার খেলবেন বলেও নিশ্চিত করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।