সিঙ্গাপুর ম্যাচে অনিশ্চিত সামিত, যা জানা গেল

স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ভক্তরা। হামজা চৌধুরীর সঙ্গে মিলে মাঝমাঠকে পরিণত করবেন সামিত সোম, এমন আশা ছিল সবার। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সামিতকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। তবে, হঠাৎ করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফিফার ছাড়পত্র পেতে সামিতের লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের সম্মতি। এনওসি পেতে বিধি মেনে অবেদনও করে রেখেছে বাফুফে। এ জন্য ৩০ মে করা হয়েছে অনলাইন আবেদন। কিন্তু, সিঙ্গাপুর ম্যাচে সামিতকে দলে পেতে চাইলে ১০ মের মধ্যে এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে তার নাম। সেই সুযোগ হাতছাড়া হলে পরের তারিখ ৩ জুন। দুটো তারিখই মিস হলে ফিফার ছাড়পত্র পেলেও সিঙ্গাপুর ম্যাচে তাকে খেলানো যাবে না।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম অবশ্য আশার কথা শুনিয়েছেন। তবে, তিনিও মেনে নিয়েছেন বাস্তবতা। ফাহাদ করিমের মতে, ‘সত্যি বলতে হাতে সময় খুব কম। সামিতের খেলার সম্ভাবনা এখন মাত্র এক শতাংশ। কিছু বিষয় রয়েছে যা একান্তই ফিফার নিয়ন্ত্রেণে, আমাদের হাতে নেই। তবুও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
২০২০ সালে কানাডার জার্সিতে অভিষেকের পর বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন সামিত। কানাডার হয়েসদুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার-ওয়ানের স্বীকৃতি। বর্তমানে তিনি খেলছেন দেশটির ক্লাব কাভালরি এফসিতে। নিজের শেকড়ের টানে ফিরছেন বাংলাদেশের ফুটবলে।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষক্ত হন হামজা।