বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১৬ রানের জয় বাংলাদেশকে দাঁড় করিয়েছে নতুন সম্ভাবনার সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়ে মেহেদী হাসান মিরাজদের চোখ এখন সিরিজে। শেষ ম্যাচটি তাই এখন অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই ইতিহাস লেখার সুযোগ সামনে এসেছে মিরাজ-তাসকিনদের। তবে পাল্লেকেলেতে এই ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সেখানে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকালে তাপমাত্রা থকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখাচ্ছে ৭০ শতাংশ।
এই মাঠে সর্বশেষ ৫ ওয়ানডেতে বৃষ্টির দেখা মিলেছে এবং এর মধ্যে চার ম্যাচেই ওভার কমাতে হয়েছে। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি।
পাল্লেকেলেতে এখন পর্যন্ত দুটি ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কাকে এখানে হারায় সফরকারীরা। সেই ম্যাচেও বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা হয়েছিল।