আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ

পাওয়ার-প্লেতে জোড়া উইকেট নিয়ে আফগানদের চেপে ধরেছিল বাংলাদেশ। পাওয়ার-প্লে শেষেও জারি রাখল একই ধারা। পরের ২০ ওভারে এলো আরও ৩ উইকেট। মাঝখানে চোট নিয়ে মাঠ ছাড়লেন রহমত শাহ। সবমিলিয়ে ৩০ ওভার শেষে ম্যাচে বাংলাদেশ আধিপত্য সৃষ্টি করেছে।
আগের ম্যাচে বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রহমত। এ ম্যাচে অবশ্য উইকেটে থিতু হওয়ার আগেই ম্যাচের ১৫তম ওভারে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাংলাদেশ।
এরপর উইকেটে আসা নতুন ব্যাটারদের ফাঁদে ফেলেছে স্পিন ঘূর্ণির। ৪ বলের মধ্যে তুলে নিয়েছে আরও দুই উইকেট। ১৮তম ওভারে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে ফেরান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে ১২ বলে ৪ রান করেন তিনি।
পরের ওভারেই আঘাত হানেন আরেক স্পিনার রিশাদ হোসেন। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে রানের খাতাই খুলতে দেননি রিশাদ। এরপর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ নবী। ৩০ বলে ২২ রান তুলে নেওয়া নবীকে ফিরিয়ে আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। যদিও ৩০ ওভারে ৫ উইকেটে ১০০ রান ছাড়িয়ে দেড়শর পথে আফগানিস্তান।
পাওয়ার-প্লেতে জোড়া আঘাত বাংলাদেশের
বোলিংয়ে আফগান ব্যাটারদের খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। শুরুতেই চাপ সৃষ্টি করেছে মুস্তাফিজুর রহমান-তানজিম হাসান সাকিবরা। এতে পাওয়ার-প্লেতেই জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
আফগান শিবিরে প্রথম আঘাতটা হানেন পেসার তানজিম সাকিব। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজকে শুরুতেই ফিরিয়ে দেন তিনি। পঞ্চম ওভারে ফেলার আগে ১১ বলে ১১ রান করেন গুরবাজ।
এ ম্যাচেও ব্যর্থ হয়েছে আফগান ব্যাটার সেদিকুল্লাহ অটল। তানভীর ইসলামের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন অটল। করেছেন ১৩ বলে মোটে ৫ রান। এতে পাওয়ার-প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে আফগানিস্তান।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের খরুচে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে এ ম্যাচে বিশ্রামে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশের একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
মান বাঁচানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে সিরিজ বাঁচানোর ম্যাচ। সেই ম্যাচে আজ শনিবার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।