হারের কারণ হিসেবে যা বললেন মিরাজ

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর। সেই লক্ষ্য পূরণে সামনে থেকে লড়লেন বোলাররা। নিজেদের কাজটা ঠিকঠাক মতো করলেন তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজরা। ২০০ পেরোনোর আগেই আটকে দিলেন আফগানদের।
শারজাহতে শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা কী করলেন? সেই প্রশ্নের উত্তর বোধহয় তারা নিজেরাও খুঁজবেন। মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এমন অবস্থায় বাংলাদেশের হারের কারণ স্পষ্ট- ব্যাটিং ব্যর্থতা। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুললেন ব্যাটারদের ব্যর্থতাকেই।
মিরাজ বলেন, ‘আমরা আজ খুব ভালো বোলিং করেছি। এই টার্গেটটা আমরা সহজেই তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমরা খুব বাজে ব্যাটিং করেছি। আমি ক্রিকেটারদের শুরুতেই বলেছিলাম যে, আমাদের পার্টনারশিপ দরকার। কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমরা পার্টনারশিপ শুরু করলেও দায়িত্ব নিয়ে সেটি বড় করতে পারিনি। আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি।’
আফগানদের বিপক্ষে দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। টানা দুটি হারে হাতছাড়া করল ওয়ানডে সিরিজ। এই ফলাফল মেনে নিতে পারছেন না মিরাজ। তিনি বলেন, ‘এই ফলাফলে আমি খুবই হতাশ। তবে আমাদের এখনও একটা ম্যাচ বাকি আছে। এরপর আরেকটা সিরিজ আছে। আমাদের ভাবতে হবে কীভাবে আরও শক্তভাবে ফিরে আসা যায়।’
চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ব্যাটিংয়ে উন্নতি করার জন্য ব্যাটারদের প্রতি বার্তা দিয়ে রাখলেন মিরাজ। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। যদি আমরা ওডিআই-তে রান না করি, তাহলে টিকে থাকতে পারব না।’