সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় দেশের সামগ্রিক পরিস্থিতি থমথমে। অস্থির এই সময়ে ইতিবাচক খবর এনে দিতে পারে একটু স্বস্তি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ মাঠে নামছে সেই স্বস্তির খবর এনে দিতে। প্রথম ম্যাচ জেতায় আজ জয় পেলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
প্রথম টি-টোয়েন্টিতে বোলাররা বাজিমাত করেছিলেন। মিরপুরের পিচ নিয়ে সমালোচনা থাকলেও বাংলাদেশ খেলেছে বেশ স্বাচ্ছন্দ্যে। পাকিস্তানি ব্যাটাররা রান পাননি। একই পিচে অর্ধশতক তুলে নেন পারভেজ হোসেন ইমন। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৬ রান। ব্যাটিং বোলিংয়ের দলগত পারফরম্যান্স বাংলাদেশকে এনে দিয়েছে আরাধ্য জয়। পাকিস্তানের সঙ্গে ৯ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে জিতেছে বাংলাদেশ।
আজকের ম্যাচে পাকিস্তান চাইবে ঘুরে দাঁড়াতে। সিরিজ বাঁচাতে সফরকারীদের জিততেই হবে। বাংলাদেশের হিসেবটা ভিন্ন। আজই সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে নির্ভার থাকতে হলে জিততে হবে। নইলে শেষ টি-টোয়েন্টি পরিণত হবে অলিখিত ফাইনালে। ঘরের মাঠে চেনা দর্শকের সামনে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আজ সিরিজ নিশ্চিত করতে।