বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ : বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন

থমকে আছে গোটা দেশ। আলো ঝলমল ঢাকার বুকে নেমে এসেছে এক রাশ অন্ধকার। হাসপাতালগুলো পরিণত হয়েছে বিভীষিকায়। আর্তনাদে ভারি বাতাস। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।
বিরুদ্ধ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি। পেশাদারিত্বের জায়গা থেকে মাঠে নামতে হয়েছে বাংলাদেশ দলকে। খেলা শুরুর আগে দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে। পালিত হয়েছে এক মিনিটের নীরবতা।
মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে কিছু উদ্যোগ। বিসিবি জানিয়েছে, ম্যাচটি তারা উৎসর্গ করবেন দুর্ঘটনায় হতাহতদের। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। খেলা চলাকালে স্টেডিয়ামে কোনো গান-বাজনা রাখা হবে না।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।