গার্দিওলাও চেয়েছেন ভারতের কোচ হতে, যা জানা গেল

ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ শূন্য হওয়ায় আবেদনপত্র চাওয়া হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে আগ্রহীদের তালিকায় পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নাম পওয়া গেছে। তবে যাচাই বাছাইশেষে সেগুলোকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে এআইএফএফ।
এআইএফএফের ন্যাশনাল টিম ডিরেক্টর বৃহস্পতিবার ২৪ জুলাই) টাইমস অফ ইন্ডিয়াকে জনান, বার্সেলোনার সাবেক কোচ জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল। টেকনিক্যাল কমিটির একজন সদস্য জানান, জাভির আর্থিক চাহিদা ভারতের সামর্থ্যের বাইরে হওয়ায় তার প্রস্তাব বাতিল করা হয়।
তবে শনিবার (২৬ জুলাই) এআইএফএফ জানায় আবেদনটি আসলে সত্য ছিল না। তারা জানিয়েছে, এআইএফএফ একটি ইমেইলের মাধ্যমে পেপ গার্দিওলা এবং জাভি হার্নান্দেজের নাম সম্বলিত আবেদন পেয়েছিল। তবে তাদের আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরে জানা যায় যে ইমেইলগুলোর আবেদন ভুয়া ছিল।
এআইএফএফ জানিয়েছে জাতীয় দলের কোচের জন্য তারা ১৭০টি আবেদন পর্যালোচনা করে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে, গার্দিওলা ও জাভির আবেদন ভুয়া হওয়ায় সেগুলো তালিকাভুক্ত হয়নি সেখানে।
গত বছর জুনে ভারতের সাবেক কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করে স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে নিয়োগ দেওয়া হয়। তিনি চলতি মাসে পদত্যাগ করে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন। যে কারণে আপাতত ভারত জাতীয় দলের কোচের পদ শূন্য রয়েছে।