শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি, কিনবেন যেভাবে
বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে বাকি এক বছরের কম সময়৷ দর্শকের উন্মাদনা শুরু হয়েছে ইতোমধ্যে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সাক্ষী হতে ভক্তরা শুরু করেছে তোড়জোড়। অপেক্ষা টিকিট বিক্রির। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় জানিয়েছে ফিফা। চলতি মাস থেকেই দর্শকরূ কিনতে পারবেন আরাধ্য টিকিট।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই অুনষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে সেপ্টেম্বরে। ফিফা জানিয়েছে, টিকিট বিক্রি হবে কয়েকটি ধাপে। প্রথম ধাপে গ্রুপ পর্বের একটি ম্যাচের টিকিটের দাম শুরু হবে সর্বনিন্ম ৬০ ডলার থেকে (প্রায় ৭২৯৫ টাকা)। আর ফাইনাল ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে ৬,৭১০ ডলার (প্রায় ৮ লাখ ১৫ হাজার ৮৬১ টাকা)।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রথম ধাপের বিক্রির সময়সূচি ঘোষণা করার সময় ফিফা জানিয়েছে, টিকিটের এই মূল্য চাহিদার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। দর্শকরা চাইলে একক ম্যাচের টিকিট, নির্দিষ্ট ভেন্যুর টিকিট কিংবা নির্দিষ্ট দলের ম্যাচগুলোর জন্য প্যাকেজ টিকিট কিনতে পারবেন।
যেসব ভক্তদের কাছে ভিসা কার্ড আছে তারা ফিফার ওয়েবসাইটে গিয়ে ‘ফিফা আইডি’ নিবন্ধন করতে পারবেন। এরপর তারা ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রি-সেল ড্রতে অংশ নিয়ে নির্বাচিত হলে ১ অক্টোবর থেকে টিকিট কেনার জন্য আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।
দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির জন্য রেজিস্ট্রেশন চলবে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এরপর নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের পর্যন্ত চলবে টিকিট বিক্রি।
তৃতীয় ধাপের টিকিট শুরু হবে ডিসেম্বর ৫ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গ্রুপ ড্র অনুষ্ঠান হওয়ার পর। তখন ভক্তরা নির্দিষ্ট ম্যাচের জন্য সরাসরি আবেদন করতে পারবেন।
আর বিশ্বকাপ শুরু হওয়ার কাছাকাছি সময়ে অবশিষ্ট টিকিটগুলো বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ এমন ভিত্তিতে।
ফিফা আরও জানিয়েছে, তারা অতিরিক্ত কিছু সুবিধাও দেওয়ার পরিকল্পনা করছে। যেমন—‘সাপোর্টার টিকিট’, যাতে একই দলের সমর্থকরা একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এছাড়া থাকবে ‘কন্ডিশনাল সাপোর্টার টিকিট’, যার মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় দল নকআউট পর্বে উঠলে আগেভাগেই সেই ম্যাচগুলোর জন্য জায়গা সংরক্ষণ করে রাখতে পারবেন।
ভক্তদের সুবিধার্থে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম চালু করার কথাও ভাবছে ফিফা।

স্পোর্টস ডেস্ক