এশিয়া কাপ
টানা দুই জয়ে সুপার ফোরের লড়াই জমিয়ে তুলল শ্রীলঙ্কা

ব্যাটিং-বোলিং দুই ইনিংসেই একই ঘটনার পুনরাবৃত্তি করল হংকং। ভালো শুরুর পরও সেটা ধরে রাখতে পারল না তারা। বিপরীতে শুরুর ধাক্কা সামলে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেছে শ্রীলঙ্কা। এরপর অভিজ্ঞতার ঝুলি খুলে হংকংকে চেপে ধরেছে। ফলাফল হিসেবে জয়ও ধরা দিয়েছে। টানা দ্বিতীয় জয়ে ‘বি’ গ্রুপের সুপার ফোরের লড়াই জমিয়ে দিল শ্রীলঙ্কা। সোমবার (১৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় হংকং। জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। জয় পায় ৪ উইকেটে।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দেখেশুনে শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি কুশাল মেন্ডিস। ১৪ বলে ১১ রান করে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন লঙ্কানরা। তবে সেটিও খুব বেশি বড় হয়নি। ১৮ বলে ১৯ রান করে কামিল মিসরা ফিরলে ভাঙ্গে ২৬ রানের জুটি।
তৃতীয় উইকেটে কুশাল পেরেরার সঙ্গে ওপেনার পাথুম নিশাঙ্কার ৫৭ রানের জুটিতেই জয়ের বন্দরে ছুটে শ্রীলঙ্কা। একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ৪৪ বলে ৬৮ রান করে কাটা পড়েন রান আউটে। এরপর ছোটখাটো ব্যাটিং ধস নামলেও জয়ের পথ বন্ধ করতে পারেনি সেটা। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ৯ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
এর আগে টসে হের ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় হংকংয়ের। ওপেনিং জুটি থেকেই আসে ২৯ বলে ৪১ রান। পাওয়ার-প্লের আগের ওভারে ওপেনার জিসান আলী ১৭ বলে ২৩ রান করে ফিরলে ভাঙ্গে সেই জুটি।
দ্বিতীয় উইকেটে জুটিতে অবশ্য কিছুটা মন্থর ছিল হংকং। তার ওপর ব্যর্থ হয়ে ফিরে যান দলটির সেরা ব্যাটার বাবর হায়াত (১০ বলে ৪ রান)। তবে ওপেনার আন্সি রাথ ও অলরাউন্ডার নিজাকাত খানের দুর্দান্ত ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় হংকং। ৪৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন আন্সি।
অপর দিকে হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন নিজাকাত। ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। হংকং পায় দেড়শ ছুঁইছুঁই পুঁজি।
সংক্ষিপ্ত স্কোর
হংকং : ২০ ওভারে ১৪৯/৪ (জিসান ২৩, আন্সি ৪৮, বাবর ৪, ইয়াসিম ৫, নিজাকাত ৫২*, এজাজ ৪*; থুসারা ৪-০-৩৬-০, চামিরা ৪-০-২৯-২, থিকসানা ৪-০-২২-০, হাসারাঙ্গা ৪-০-২৭-১, আসালাঙ্কা ৩-০-২২-০, শানাকা ১-০-৫-১)।
শ্রীলঙ্কা : ওভারে (কুশাল মেন্ডিস ১১, কামিল ১৯, নিশাঙ্কা ৬৮, কুশাল পেরেরা ২০, আসালাঙ্কা ২, কামিন্দু মেন্ডিস ৫, শানাকা ৬*, হাসারাঙ্গা ২০*; ইয়াসিম ৪-০-৩৭-২, আয়ুশ ৩-০-৩০-১, আতিক ২.৫-১-১৮-০, ইহসান ৪-০-২৫-১, কিঞ্চিত ২-০-১৫-০, এজাজ ৩-০-২৭-২)।
ফলাফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।