দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত
নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা আর ভারত আগে দুবার ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি। এবার যে নতুন এক চ্যাম্পিয়নের দেখা পাবে, সেটি আগে থেকেই জানা ছিল। আর সেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে স্বাগতিক ভারতের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপ দেখা পেল এক নতুন বিশ্ব চ্যাম্পিয়নের।
নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে গতকাল রোববার (২ নভেম্বর) জমজমাট ফাইনালে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল ভারতীয় নারী দল। শেফালি ভার্মা ও দীপ্তি শার্মার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসল ভারত।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে ভারত। ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৪৬ রানে। ভারত জয় পায় ৫২ রানে। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টের দারুণ সেঞ্চুরিও শেষ পর্যন্ত বৃথা যায়।
আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় নারী বিশ্বকাপ
এদিন শুরুতে ব্যাট হাতে ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে শক্ত ভিত গড়ে দেন শেফালি। ছেলে কিংবা মেয়েদের যে কোনো সংস্করণের বিশ্বকাপ ফাইনালে কোনো ভারতীয় ওপেনারের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এটি। পরে বল হাতে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, হয়ে ওঠেন ফাইনালের নায়ক।
অন্যদিকে দীপ্তি শার্মা ব্যাটিংয়ে ফিফটি (৫৮ বলে ৫৮) করার পর বল হাতে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে রচনা করেন অনন্য রেকর্ড। ছেলে বা মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে ব্যাট হাতে ফিফটি ও বলে পাঁচ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি।
আগে দুটি ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের। তৃতীয়বারে এসে অবশেষে পূরণ হলো সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে হারের বেদনায় পুড়ল দক্ষিণ আফ্রিকা। এর আগে তারা গত বছরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনারে হেরেছিল নিউজিল্যান্ডের মেয়েদের কাছে।
এদিন বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালির জুটি এনে দেয় ১০৬ বলে ১০৪ রানের উড়ন্ত সূচনা। এরপর শেষদিকে দিপ্তি ও রিচা ঘোষের ৩৫ বলে ৪৭ রানের দারুণ জুটিতে ২৯৮ রানে থামে ভারতের ইনিংস।
আরও পড়ুন : নারী বিশ্বকাপের ফাইনাল : কারা এগিয়ে ভারত নাকি দ. আফ্রিকা?
রান তাড়ায় উলভার্টের একার লড়াই (১০১ রান) সত্ত্বেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত দীপ্তির দুর্দান্ত স্পেলেই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক জয়।
দুইবার শিরোপার খুব কাছাকাছি থেকে ফিরে আসার পর অবশেষে নারী ওয়ানডে ক্রিকেটে ভারতের বিশ্বজয়ের স্বপ্নটা পূরণ হল। ট্রফি হাতে নিয়ে উল্লাসে মেতে উঠলো হারমানপ্রীত কৌরের দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (মান্ধানা ৪৫, শেফালি ৮৭, জেমিমা ২৪, হারমানপ্রীত ২০, দীপ্তি ৫৮, আমানজোত ১২, রিচা ৩৪, রাধা ৩*; ক্যাপ ১০-১-৫৯-০, খাকা ৯-০-৫৮-৩, এমলাবা ১০-০-৪৭-১, ডি ক্লার্ক ৯-০-৫২-১, লিস ৫-০-৩৪-০, ট্রায়ন ৭-০-৪৬-১)
দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬ (উলভার্ট ১০১, ব্রিটস ২৩, বশ ০, লিস ২৫, ক্যাপ ৪, সিনালো ১৬, ডার্কসেন ৩৫, ট্রায়ন ৯, ডি ক্লার্ক ১৮, খাকা ১, এমলাবা ০*; রেনুকা ৮-০-২৮-০, ক্রান্তি ৩-০-১৬-০, আমানজোত ৪-০-৩৪-০, দীপ্তি ৯.৩-০-৩৯-৫, চারানি ৯-০-৪৮-১, রাধা ৫-০-৪৫-০, শেফালি ৭-০-৩৬-২)
ফল: ভারত ৫২ রানে জয়ী
ম্যাচ সেরা: শেফালি ভার্মা
টুর্নামেন্ট সেরা: দীপ্তি শার্মা

                  
                                                  স্পোর্টস ডেস্ক