লিটন এখন সবার ওপরে

ক্ষণগণনা চলছিল কয়েক ম্যাচ ধরেই। ব্যাট হাতে লিটন দাস বাড়াচ্ছিলেন অপেক্ষা। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। দুশমন্ত চামিরার বলে মিড-অফে চার মেরে লিটন পৌঁছালেন চূড়ায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন লিটন।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে মাঠে নামার আগে লিটনের রান ছিল ২ হাজার ৫৩৩। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিটন ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। বাংলাদেশের হয়ে এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল সাকিবের, ২ হাজার ৫৫১।
ওয়ান্দিু হাসারাঙার বলে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেছেন ১৬ বলে ২৩ রান। তিনটি চারে সাজানো ইনিংসের পর তার রান এখন ২ হাজার ৫৫৬। এই রান করতে তিনি খেলেছেন ১১৪ ম্যাচ। যেখানে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৫ সালে অভিষিক্ত লিটনের কোনো শতক না থাকলেও এই ফরম্যাটে তার ফিফটি ১৫টি।