পিএসজিকে ট্রেবল জিতিয়ে বর্ষসেরা কোচ এনরিকে

পিএসজির ডাগআউটে দাঁড়িয়ে গত মৌসুমে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) প্রথমবার চ্যাম্পিয়ন্স জেতানোর পাশাপাশি ট্রেবল জিতিয়েছেন। এমন সাফল্যের পুরস্কারও পেলেন তিনি। এই স্প্যানিশ কোচ পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি। ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে তার হাতে উঠেছে এই পুরস্কার।
ব্যালন ডি’অরের ৬৯তম আসরে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করা হয় এবং বর্ষসেরা নারী হিসেবে উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা উইগমানের নাম ঘোষণা করা হয়।
বর্ষসেরা কোচের লড়াইয়ে নাপোলির কোচ আন্তোনিও কন্তে, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, চেলসি কোচ এনজো মারেস্কা ও লিভারপুল কোচ আর্নে স্লটকে পেছনে ফেলে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজি কোচ এনরিকে।
স্প্যানিশ এই কোচের অধীনে মৌসুমজুড়ে ক্লাবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গত মৌসুমে তার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। এছাড়া লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও ঘরে তোলে তারা। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিপক্ষে হেরে রানার্সআপ হয় পিএসজি।
বর্ষসেরা নারী কোচের তালিকায় চেলসি কোচ সোনিয়া বোমপাস্তর, ব্রাজিল জাতীয় দলের কোচ আর্থার এলিয়াস, নাইজেরিয়া জাতীয় দলের কোচ জাস্টিন মাদুগু ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আর্সেনালের কোচ রেনে স্লেজার্সকে পেছনে ফেলে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন ইউরোজয়ী ইংল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা উইগমান।