পরিসংখ্যানে কারা এগিয়ে বাংলাদেশ নাকি ভারত?

এশিয়ার ক্রিকেটে বাংলাদেশ-ভারত দ্বৈরথও বড় একটা জায়গা করে নিয়েছে। মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গে দুই দেশের এই লড়াই চলে দর্শকদের মধ্যেও। বাংলাদেশ-ভারতের সেই বাইশ গজের লড়াই আবারও মাঠে গড়াতে যাচ্ছে। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল।
এ ম্যাচটি আরও বিশেষ হওয়ার কারণ, আজকে যারা জিতবে তাদের জন্যই একরকম নিশ্চিত হয়ে যাবে ফাইনালে খেলা। ফাইনালের দরজা উন্মোচন করার লক্ষ্যে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেরা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু প্রশ্ন হলো- পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি ভারত?
সেই প্রশ্নের উত্তর অবশ্য টাইগার সমর্থকদের খুশি করবে না। পরিসংখ্যান বলছেন, এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে মোট ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ১৩টি ম্যাচই জিতেছে ভারত। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে দুইবার দেখা হয়েছিল দুই দলের। ২০১৬ সালে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।
সাম্প্রতিক পারফরম্যান্সেও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের সবগুলোতেই জিতে সুপার ফোরে এসেছে সূর্যকুমার যাদবের দল। সুপার ফোরে এসেও প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এরই মধ্যে দুইবার হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। টি-টোয়েন্টির বর্তমান নাম্বার ওয়ান দল তারা।
অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচ জিতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে কঠিন করে তুলেছিল সুপার ফোরের আশা। শেষ ম্যাচে আবার আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারানোয় নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরে খেলা।
গ্রুপ পর্বের সেই পারফরম্যান্স ভুলে সুপার ফোরে নতুন করে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলা স্বপ্ন দেখছেন লিটন দাসরা।