বিসিবি নির্বাচনে সহ-সভাপতি ফারুক-শাখাওয়াত

আমিনুল ইসলাম বুলবুলই হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এটা অনুমেয় ছিল। হয়েছেও সেটি। প্রশ্ন ছিল দুই সহ-সভাপতি পদ নিয়ে। সেখানেও অবশ্য সবাই ধরেই নিয়েছিলেন নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ফারুক আহমেদ কিংবা অন্য কাউকে দেখা যাবে। কিন্তু নাম ঘোষণার পরই দেখা গেলো এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমকটা।
আজ সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচন শেষে দুই সহ-সভাপতির নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে নেই আলোচিত নাম নাজমূল আবেদীন ফাহিম। দুই পরিচালকের একজন সাবেক সভাপতি ফারুক আহমেদ। আরেকজন শাখাওয়াত হোসেন।
ফারুক বেশ পরিচিত, জাতীয় দলের সাবেক অধিনায়ক তিনি। গত বছর সরকার পতনের পরে বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছেন। সেই তুলনায় বেশ অপরিচিত নাম শাখাওয়াত হোসেন। এর আগে জাতীয় পর্যায়ে দেখা যায়নি তাকে।
শাখাওয়াত ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন। এই বিভাগ থেকে একটি পদের বিপরীতে একজনই প্রার্থী ছিল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
অন্যদিকে, ফারুক আহমেদ পরিচালক নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) থেকে। যৌথভাবে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ছিলেন ফারুক।