ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা থেকে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সহ-সভাপতি পদে শাখাওয়াত হোসেনের নাম একটা বড় চমকই বলা যায়। যেখানে অনেকেই অনুমান করেছিলেন নাজমুল আবেদীন ফাহিমের নাম, সেখানে পরিচালকদের ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছেন পর্যটন খাতের বিশেষজ্ঞ শাখাওয়াত এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।
গতকাল (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
শাখাওয়াত এর আগেও বুলবুলের সাথে কাজ করেছেন। গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে তিনজন উপদেষ্টা নিয়োগ দেন বুলবুল, শাখাওয়াত ছিলেন তাদের মধ্যে একজন। তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল তখন।
শাখাওয়াত ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন। এই বিভাগ থেকে একটি পদের বিপরীতে একজনই প্রার্থী ছিল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি রাজধানীর শেরাটন, ওয়েস্টিন ও হানসা হোটেল পরিচালনা করে।
পরিচালক পদে বুলবুল নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগ থেকে, আর শাখাওয়াত বরিশাল বিভাগ থেকে। ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন ক্লাব ক্যাটাগরি থেকে।