চমক রেখে হংকং ম্যাচের একাদশ সাজালেন কাবরেরা

হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ মঙ্গলবারের (১৪ অক্টোবর) ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে হাভিয়ের কাবরেরা একাদশ সাজিয়েছেন বেশ চমক রেখেই।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় আগের ম্যাচে শমিত সোম ও জায়ান আহমেদ ছিলেন দুর্দান্ত। তাদের পারফরম্যান্সে প্রাণ আসে ম্যাচে। দর্শকের কন্ঠে ঝরে আক্ষেপ, কেন তাদের রাখা হয়নি শুরুর একাদশে। আজ দুজনকেই রেখেছেন কাবরেরা।
একাদশে আছেন হামজা চৌধুরীও। তবে, আজও সুযোগ পাননি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। নেতৃত্বে আছেন তপু বর্মন। কাবরেরা তার একাদশ সাজিয়েছেন ৪-৩-৩ ফর্মেশনে।
গোলবারের নিচে আস্থা রেখেছেন মিতুল মারমার গ্লাভজোড়াতেই। রক্ষণে তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল আহাদকে দেখা যাবে। মধ্যমাঠে হামজা-শমিতের সঙ্গে দেখা যাবে সোহেল রানাকে। আক্রমণে শেখ মোরসালিন ও রাকিব হোসেনের পাশাপাশি কাবরেরার অন্যতম তাস জায়ান আহমেদ।